![]() |
| ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ হাসপাতাল থেকে
চিকিৎসা শেষে বাড়ি ফিরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ
করতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (০৬ এপ্রিল)
বিকেল ৪টা ৪৫ মিনিটে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় পুরান কারাগারে প্রবেশ করেন
তিনি।
বিএনপির একাধিক
নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে খালেদা-ফখরুল সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়,
সাক্ষাতে খালেদার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেবেন। পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয়েও
আলোচনা হবে তাদের মধ্যে।
বিএনপি
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক
কার্যালয়ে ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মহাসচিব।
সম্প্রতি হঠাৎ
করে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে চিকিৎসা নেন মির্জা ফখরুল। এরপর সুস্থ হয়ে বাসায় ফেরার পর
এটাই বিএনপি প্রধানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

0 facebook: