20 December 2018

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চমৎকারঃ আইজিপি


স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন বাংলাদেশে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মুহম্মদ জাবেদ পাটোয়ারী

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন

নির্বাচন নিয়ে বাহিনীর পরিকল্পনা ও সর্বশেষ পরিস্থিতি নির্বাচন কমিশনকে জানাতে এসেছিলেন জাবেদ পাটোয়ারী জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচনে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছেসমন্বয় ও প্রস্তুতি সর্বকালের মধ্যে সবচেয়ে চমৎকার

তিনি বলেন, নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সে রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব পুলিশ নিয়ে কয়েকদিনে বিএনপির করা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ মহাপরিদর্শক বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছেতবে ঢালাও যে অভিযোগ, এরকম কিছু আমাদের কাছে নেই

ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে আইজিপি আরও বলেন, এমন অভিযোগ অবাস্তবশুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে এ সময় আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, এসবির প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার

এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ বাহিনীর এক লাখের বেশি সদস্যএছাড়া গ্রাম পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবিও মোতায়েন হয়েছেসেনাসদস্যরা নির্বাচনী দায়িত্ব শুরু করবে ২৪ ডিসেম্বর থেকে


শেয়ার করুন

0 facebook: