স্বদেশবার্তা
ডেস্কঃ খাদ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন ৩ সচিব নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়
থেকে রোববার এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
তথ্য
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির
উদ্দিন আহমেদ। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের
ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী।
স্থানীয়
সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক
(ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ পেয়েছেন।
গত ২২
ডিসেম্বর তথ্য সচিব মরতুজা আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। জাতীয় পরিকল্পনা
ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কানিজ ফাতেমার চাকরি মেয়াদ শেষ হচ্ছে আজ (রোববার)।
খাদ্য
সচিব কায়কোবাদ হোসেনের চাকরির মেয়াদ শনিবার (৩০ ডিসেম্বর) শেষ হয়েছে। পরিবেশ ও বন সচিব
ইসতিয়াক আহমদ রোববার (৩১ ডিসেম্বর) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: