24 December 2017

ঢাকার পরিবর্তে বাংলাদেশের রাজধানী 'মুজিবনগর' নামকরণের দাবি!

স্বদেশবার্তা ডেস্কঃ পাকিস্তানের শোষণ-শাসন, নির্যাতনের প্রতিবাদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধু আন্দোলন-সংগ্রাম করেছেন।

সেই কারণেই কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞতার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবর্তে মুজিবনগর করার দাবিতে আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নেতা আ.স.ম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আখতার হোসাইন ফারুকী প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে আবুল কালাম আজাদ এম.পি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বাজি রেখে পাকিস্তানের শোষণ-শাসনের প্রতিবাদে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।

এই বাংলাদেশের রাজধানী ঢাকা নামের পরিবর্তে মুজিবনগর করণের দাবিতে আমি সমর্থন জানাই এবং আগামী সংসদে তুলে ধরবো মুজিবনগরের পক্ষে।


শেয়ার করুন

0 facebook: