08 January 2018

মোখলেসুর রহমান পদোন্নতি পেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে

স্টাফ রির্পোটারঃ বাংলাদেশের পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (অতিরিক্ত আইজিপি) মোখলেসুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকাররবিবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব মুহম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়

মোখলেসুর রহমান গত ৩ বছর ধরে পুলিশ সদর দফতরে দক্ষতার সঙ্গে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেনপুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন

তিনি পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি (ট্রেনিং) সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (ডিআইজি), বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মতিঝিলসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন


শেয়ার করুন

0 facebook: