16 January 2018

নারায়নগঞ্জে আইভী ও শামীম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


স্বদেশবার্তা ডেস্কঃ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হকার মুক্ত ফুটপাত চাই স্লোগান ধরে লোকজন নিয়ে চাষাড়ার দিকে হেঁটে আসছিলেন সেলিনা হায়াত আইভীএ সময় শামীম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়পিস্তল উচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াত আইভীতার পায়ে ইটের আঘাত লেগেছেসেখান থেকে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সাংসদ শামীম ওসমানের নির্দেশে এ হামলা চালানো হয়েছে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাড়ায় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছেএতে ১০ জন আহত হয়েছেনআজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে

ঘটনাস্থল চাষাড়ায় পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নিএ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা পুলিশের কাছে জানতে চান, তারা কেন ব্যবস্থা নিচ্ছেন নাপুলিশ জানায় অর্ডার নেইতবে পাঁচটার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনার চেষ্টা করেনসাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আইভি বলেন, আমি মৃত্যুকে ভয় করি নাআমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলামচাষাড়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেননির্দেশ পেয়ে তার লোকজন ইট পাটকেল ছোড়েএটা নিরস্ত্র লোকের উপর সশস্ত্র হামলাএ হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন

প্রসাশনের বিরুদ্ধে মেয়র আইভী অভিযোগ করে বলেন শামীম ওসমানের প্রতি আপনারা সহানুভূতিশীল ছিলেন এর জবাবে পুলিশ সুপার বলেন, আমাদের লক্ষ্য ছিল জানমালের নিরাপত্তা রক্ষা করা



এদিকে পুলিশের নিকট তাদের নীরব ভূমিকার ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মইনুল হক সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলের মাঝখানে থেকে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছিজানমালের নিরাপত্তার দিতে চেষ্টা করেছি

মেয়র অাইভী অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর শামীম ওসমানের সমর্থকরা হামলা চালিয়েছেএ ঘটনায় ডিসি ও এসপির প্রত্যাহার দাবি করেছেন তিনিশামীম ওসমান জানান, তার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়


শেয়ার করুন

0 facebook: