29 January 2018

ডিএনসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডে ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওই তফসিলের সপ্তাহখানেক পর আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তরের নির্বাচন ছয় মাস এবং দক্ষিণের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করে দেন হাই কোর্ট।

একারনেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬টি কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের উপর করা হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

হাই কোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই বিষয়টি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম কমিশনের পক্ষে আদালতে লড়বেন। রোববার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।


শেয়ার করুন

0 facebook: