12 February 2018

জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি !


স্বদেশবার্তা ডেস্কঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ইসলামী ফাউন্ডেশনের শিশুশিক্ষা কেন্দ্রের এক শিক্ষককে জামায়াতে ইসলামী করার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা যায়, ইসলামি ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশুশিক্ষা কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বিদ্যাধরপুর  কেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় তিনি ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলা অফিস থেকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হন এবং যথারীতি জানুয়ারি মাসের শুরু থেকে এক সপ্তাহ কাজও করেন।

বিষয়টি জানতে পেরে আওয়ামী যুব লীগের স্থানীয় কিছু নেতাকর্মী প্রথমে ফাউন্ডেশনের উপজেলা অফিস এবং পরে জেলা ডিডি অফিসে অভিযোগ করেন, নুরুন্নবি জামায়াতের লোক। এ অভিযোগ পেয়ে ডিডি সাহেব শিক্ষক নুরুন্নবিকে ডেকে জানতে চান তিনি জামায়াত করেন কিনা। নুরুন্নবি বিষয়টি স্বীকার করলে তাকে ইস্তফা দিতে বলা হয়।

এ ব্যাপারে নুরুন্নবি বলেন, যদি আমি চাকরি থেকে ইস্তফা না দিই তবে আমাকে পুলিশি হয়রানির শিকার হতে হবে এমন ভীতি ও আশঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে শুনে আমি শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়েছি। কারণ রিজিকের মালিক তো মহান আল্লাহ পাক।

এ ব্যাপারে সত্যতা জানতে ইসলামী ফাউন্ডেশনের ঝিনাইদহের ডিডির কাছে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।


শেয়ার করুন

0 facebook: