নিজস্ব প্রতিনিধিঃ কওমি মাদরাসার শিক্ষার্থীরা এদেশেরই নাগরিক এবং শিক্ষিত হিসেবে গর্ব করে চলা তাদের নাগরিক অধিকার বলে মন্তব্য করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর একারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষার মান দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই স্বীকৃতির পরিপূর্ণ বাস্তবায়ন হবে এবং যাবতীয় প্রক্রিয়া চলছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ওবায়দিয়া এর বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমি জামিয়ার এত বড় মাহফিলের শৃঙ্খলা ও এখানকার ছাত্রদের আদব দেখে অভিভুত। ইসলাম এমন শৃঙ্খলা ও আদব শিক্ষা দেয়। যারা ইসলাম ও কুরআন হাদিসের সঠিক মর্ম সম্পর্কে জ্ঞান রাখে, তারা কোনদিন সন্ত্রাসী হতে পারেনা।
তিনি বলেন, আমি একটি কথা বারবার বলে থাকি, কওমি মাদরাসার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। একটি মহল বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে অপপ্রচার করছে। তাদের শ্লোগান হচ্ছে সকল মুসলিম সন্ত্রাসী নয় বরং সকল সন্ত্রাসী মুসলিম।
তিনি আরো বলেন, যেই মহলটি মুসলিমদের সন্ত্রাসী বলে অপপ্রচার চালাচ্ছে, তারা শুধু ইসলামের বিরুদ্ধে নয় বরং মুসলিম দেশগুলোর বিরুদ্ধেও প্রোপাগান্ডা করছে। সুতরাং, আলেম-ওলামা ও দেশপ্রেমিক জনতার ইসলাম ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সজাগ দৃষ্টি রাখতে হবে।
সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তরজেলার বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মূহুরী, ফটিকড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, কেন্দ্রিয় আওয়ামিলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, সাতকানিয়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী, সাবেক এমপি মজহারুল হক চৌধুরী, আওয়ামিলীগ নেতা বাকের প্রমুখ।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী নানুপুরের মরহুম পীর আল্লামা জমির উদ্দীন এর কবর জিয়ারত করেন।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: