স্বদেশবার্তা ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাহ্ আহমদ শফী বলেছেন, কওমী মাদরাসায় কোন সন্ত্রাসী নেই। মূলত কওমী মাদরাসাকে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারী) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রীকে আমিরে হেফাজত বলেন, আপনি যে বলেছেন কওমী মাদরাসায় কোন সন্ত্রাসী নেই, তা অত্যন্ত বাস্তবসম্মত কথা। মূলত যারা আমাদেরকে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী।
আহমদ শফী বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদরাসার মুল্যায়নে দাওরা হাদীসের সনদের মান ঘোষণা করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) নিকট আমার আবেদন হলো আগামী সংসদ অধিবেশনে কওমী মাদরাসার সনদের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করে আইন হিসেবে পাশ করা হোক।
এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখবো।
হেফাজত আমীর মন্ত্রীকে আরো বলেন, আপনি যে বলেছেন কওমী মাদরাসায় কোন সন্ত্রাসী নেই, তা অত্যন্ত বাস্তবসম্মত কথা। মূলত যারা আমাদেরকে সন্ত্রাসী বলে তারাই প্রকৃত সন্ত্রাসী।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: