স্বদেশবার্তা ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডন থেকে খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে ছুটে আসলেন। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাত ২ টায় স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন তিনি এবং আজ রবিবার সকালে দেশে এসে পৌঁছান।
তিনি ব্যাক্তিগত কাজে লন্ডন গিয়েছিলেন। কিন্তু, খালেদা জিয়ার সিলেট সফরের খবর পেয়ে তিনি নির্ধারিত সময়ের আগেই ফিরে আসছেন।
তিনি ব্যাক্তিগত কাজে লন্ডন গিয়েছিলেন। কিন্তু, খালেদা জিয়ার সিলেট সফরের খবর পেয়ে তিনি নির্ধারিত সময়ের আগেই ফিরে আসছেন।
উল্লেখ্য, প্রায় চার বছর পর আবারও সড়কপথে সিলেট আসছেন দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা খালেদা জিয়া। সোমবার সকালে ঢাকার গুলশান থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির সভানেত্রী।
0 facebook: