16 September 2018

বিএনপির অযৌক্তিক প্রস্তাব সরকার মানবে নাঃ খাদ্যমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে ছোট করে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে। আজকে তারা যেভাবে বিদেশে লবিস্ট নিয়োগ করে নালিশ করছেন এবং জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন, তাদেরকে আবার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ করে দিচ্ছেন। তাই বিএনপির অযৌক্তিক দাবির সঙ্গে কারো কোনো অযৌক্তিক প্রস্তাব সরকার মেনে নেবে না।

শনিবার শাহবাগে পাবলিক লাইব্রেরিতে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন,  বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে যদি বিদায় না করা যায় তাহলে বাংলাদেশে সুস্থ রাজনীতি, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হবে না।’


শেয়ার করুন

0 facebook: