28 September 2018

কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে তা সহ্য করা হবে নাঃ নৌমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের সকল নাগরিকেরই কথা বলার অধিকার রয়েছে। কিন্তু সমাবেশের নামে কেউ যদি নাশকতা করে সেটা জনগণের পাশাপাশি সরকারও মেনে নিবে না।

শুক্রবার সকালে মাদারীপুর শহরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাক্ষাতের সময় সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোনো ক্রমেই সহ্য করা হবে না। সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরণের সমাবেশ মেনে নিবে না। এ জন্য সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে প্রতি বছরই নাব্যতা সংকট সৃষ্টি হয়। পানি কমতে থাকায় নদীতে পলি বেশি জমে, এই কারণে নৌ-চলাচল বিঘ্ন ঘটে থাকে। আমরা এ জন্য একটি স্থায়ী সমাধানের চেষ্টা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: