শুক্রবার সকালে মাদারীপুর শহরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাক্ষাতের সময় সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোনো ক্রমেই সহ্য করা হবে না। সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরণের সমাবেশ মেনে নিবে না। এ জন্য সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে প্রতি বছরই নাব্যতা সংকট সৃষ্টি হয়। পানি কমতে থাকায় নদীতে পলি বেশি জমে, এই কারণে নৌ-চলাচল বিঘ্ন ঘটে থাকে। আমরা এ জন্য একটি স্থায়ী সমাধানের চেষ্টা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
0 facebook: