03 November 2018

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন পণ্ড, আটক ৯


স্বদেশবার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ থে‌কে ৯ জনকে আটক করেছেন পুলিশএসময় বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেনশনিবার দুপুরে বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিলসেখান থেকে তাদেরকে আটক করা হয়তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি

আন্দোলনকারীরা বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভের পূর্ব কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ছাত্র পরিষদসে অনুযায়ী তারা পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেসেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়একপর্যায়ে পুলিশ তাদের পাবলিক লাইব্রেরির গেটের ভেতরে রেখে গেট আটকে দেয়আন্দোলনকারীরা তখন গেট ভাঙার চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া দেয় ও কয়েকজনকে আটক করে

পুলিশ বলছে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল তাদের আটক করেছেন তারাজিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এ বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেনসে জন্য এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছেএ কারণে তাদের বলা হয়েছিল কর্মসূচি পরে করতেসে জন্যই তাদের বাধা দেয়া হয়েছেআটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে


শেয়ার করুন

0 facebook: