স্টাফ রিপোর্টারঃ পবিত্র
ইসলাম ধর্মের মূল ভিত্তি ৫ ফরজের একটি নামাজ হলেও, আসন্ন একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে চট্রগ্রাম থেকে পরিচালিত ইসলামী ফ্রন্ট নামের একটি অপরিচিত রাজনৈতিক
দলের সমর্থক মুফতি মোহাম্মদ জমির হুসেইন কাদরী, ইসলামী ফ্রন্টের ১৬(বাশখালির) সৈয়দ
মুনিরুল ইসলাম আশরাফীর নির্বাচনী প্রচারনার প্রাক্কালে অনলাইনে তার ফেসবুকে কয়েকটি
বিতর্কিত পোষ্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেন।
উনার বিতর্কিত কয়েকটি
পোষ্ট এর একটি হলো, যেখানে তিনি ফতোয়া দেনঃ নামায পড়া যেমন ফরজ, মোমবাতিতে
ভোট দেয়া তারচেয়ে বড় ফরজ।
অন্য আরেকটি পোষ্টে তিনি
আলেম উলামাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোষ্ট দেনঃ ঐসব সুবিধাবাদী সুন্নী
নামধারী মাওলানাদের কী হবে,
যাঁদের মুখ দিয়ে একটি বারের জন্যও মোমবাতির কথা উচ্চারিত হয়না?
শুধু এগুলোতেই তিনি
ক্ষ্যান্ত হন নি বরং সেই বিতর্কিত পোষ্টের ভেতর কমেন্ট করেন যা হলোঃ বাংলাদেশে
ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত
করার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ই একমাত্র চেষ্টা করে যাচ্ছে। যার প্রতীক
মোমবাতি। আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই ইমাম হোসাইন শাহাদত
বরণ করছেন। যা নামাযের চেয়েও জরুরী। এজিদের তাবুতেও নামায চলছিল। কিন্তু এজিদ
রাষ্ট্র থেকে ইসলাকে তথা খিলাফাতে রাশেদাকে বিদায় করেছিল। এজন্য তো ইমাম হোসাইন
আলাইহিস সালাম আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। তাই বলি , নামাজের
চেয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা বড় ফরজ।
ভিডিওতে আপনারা দেখতে
পাচ্ছেন যে সেখানে কয়েকশো কমেন্ট পড়েছে যেখানে যাদের নুন্যতম ইসলামী জ্ঞান আছে
তারাও এই ইসলামের সাথে সাংঘর্ষিক কথার বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে
আবার এর পোষ্টকে কুফুরি বলেও মন্তব্য করে ৩ দিনের ভেতর তওবা করার নির্দেশ দিয়েছেন
নতুবা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
এই ব্যপারে মুটফোনে দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম.এ.মতিনের সাথে যোগাযোগ করে উনার মতামত কি জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এই ব্যপারে মুটফোনে দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম.এ.মতিনের সাথে যোগাযোগ করে উনার মতামত কি জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
খবর বিভাগঃ
ইসলাম
জাতীয়
ধর্ম ও জীবন
রাজনীতি
0 facebook: