30 January 2019

অর্থপাচার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে সরকারঃ পরিকল্পনা মন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ অর্থ পাচারের বিষয়টি নজরে রেখেছে সরকারসরকারি সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানদুপুরে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এসব জানান তিনি

সম্প্রতি গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির এক প্রতিবেদনে বলা হয় ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে

গতকাল মঙ্গলবার একনেক সভা শেষে এ বিষয়ক এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থ পাচারের বিষয়টি নজরে রেখেছে সরকারপাচার রোধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি

এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় রেল, সড়ক, সেতু ও বিদ্যুৎ খাতের ৯ টি প্রকল্প অনুমোদন পায়এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪শ ৩৩ কোটি টাকা। একনেক সভায় প্রধানমন্ত্রীর দেয়া বেশ কিছু অনুশাসনের বিষয়ও সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী


শেয়ার করুন

0 facebook: