30 January 2019

আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, সরাসরি বিএনপি থেকে নির্বাচন করিনিঃ সুলতান মনসুর

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা শপথ না নিলেও শপথ নেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদতিনি বলেছেন, ‘আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিতবে সরাসরি বিএনপি থেকে নির্বাচন করিনিআওয়ামী লীগ থেকে আমাকে কেউ বের করে দেয়নিআর আমি কোনো দলে যোগদানও করিনিগণফোরাম থেকে  নির্বাচনে গেছিকারণ গণফোরামে বঙ্গবন্ধুর চিন্তার মিল আছেআমি বঙ্গবন্ধুর সৈনিকআমি বঙ্গবন্ধুর, আমি জনগণের

যে জনগণ নানা প্রতিকূলতার মধ্যেও আমাকে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি দায়বদ্ধআমি গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক কর্মী হিসেবে দেশের মানুষের কাছে দায়বদ্ধগতকাল এ কথা বলেছেন ডাকসুর সাবেক এই ভিপিতার কাছে প্রশ্ন ছিল, ‘গণফোরামের সাধারণ সম্পাদক বলছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা শপথ নেবেন নাবিএনপিও সংসদে যাবে না

কিন্তু সংসদে যাওয়ার ব্যাপারে আপনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেনপ্রশ্ন উঠেছে, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এখন কার?’ অট্টহাসি দিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সৈনিকআমি জনগণেরআমি দায়বদ্ধ আমার নির্বাচনী এলাকার জনগণের কাছেএক প্রশ্নের জবাবে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘আমার এলাকার ভোটারদের কথা ভাবতে হবেতারা কেন আমাকে নির্বাচিত করেছেনতাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবেতিনি বলেন, ‘আমরা কখনো বলিনি শপথ নেব নাগণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেনও বলেছেন, শপথ নেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচকএর বাইরে অন্যরা কে কী বলছেন, তা আমি জানি নাতিনি বলেন, সময় তো আছে, তাড়াহুড়ার কিছু নেই৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবেসুলতান মনসুর বলেন, “বিএনপি তাদের সিদ্ধান্ত নেবেজাতীয় ঐক্যফ্রন্টও সিদ্ধান্ত নেবেজাতীয় ঐক্যফ্রন্টে তো সবাই আলাদা দল

আমাদের সিদ্ধান্ত অবশ্যই পজিটিভহবে’’ তিনি বলেন, ‘আমি গণফোরামে গেছি দলের নেতা ড. কামাল হোসেনকে দেখেতিনি একজন প্রবীণ রাজনীতিবিদবঙ্গবন্ধুর ¯œহভাজনতিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেনতার সততা, দক্ষতা ও দেশপ্রেম নিয়ে কারও প্রশ্ন নেইতিনি বলেন, ‘‘আমি তো বঙ্গবন্ধুর অনুসারী সুলতান মনসুর সবাই জানেগণফোরামকে তো অশ্রদ্ধা করব নাগণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে আমার সম্পর্কআমি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য হলেও জাতীয় ঐক্যফ্রন্টনিবন্ধনকৃত দল নয়সে কারণে নিবন্ধনকৃত দলের হয়ে নির্বাচন করতে হবেসে কারণে আমি গণফোরামের তালিকা হয়েই গেছিবিএনপি বা অন্য কোনো দলে যাইনিযদি গণফোরাম করতাম তাহলে প্রেসিডিয়াম সদস্য বা সাধারণ সম্পাদক হয়েই থাকতামআবারও বলতে চাই, আমি জনগণেরআওয়ামী লীগ ছাড়িনি, বহিষ্কারও হইনিঅন্য কোনো দলেও যোগ দিইনি’’


শেয়ার করুন

0 facebook: