18 March 2019

চলতি সপ্তাহেই ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছেএ অবস্থায়, আগামী বুধ বা বৃহস্পতিবার তাঁর বাইপাস সার্জারি হতে পারে বলে জানিয়েছেন, তাঁর চিকিৎসক

সোমবার মন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেনতবে, পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর বাইপাস সার্জারির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা

তিনি আরও জানান, 'আজ সোমবার সকালে ওবায়দুল কাদের একটু একটু করে হাঁটাচলা করেছেনএ সময়, তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নিয়েছেন তিনিনিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কি না তারও খোঁজ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

তাঁর শারীরিক অবস্থা জানতে, মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর বুধ বা বৃহস্পতিবার বাইপাস সার্জারির তারিখ ঠিক হতে পারে বলে জানান, ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা

প্রসঙ্গত, গল ৩রা মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে তাঁর হার্টে একটি রিং পরানো হয়এর পরদিন ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়


শেয়ার করুন

0 facebook: