25 March 2019

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থী নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ নগরের পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন জাহান (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি চান্দগাঁও আবাসিকের বাসিন্দা মো. আবুল কালামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রোববার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ফেরার পথে ১৫ নম্বর গেট এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডে উঠে যায়। এতে ঘটনাস্থলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জারিন জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালককে নগরের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: