ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ সড়ক নিরাপত্তা বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উত্তর সিটির মেয়রের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। মেয়রের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের সিইও, বিআরটিএর চেয়ারম্যানসহ সড়ক পরিবহন খাত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈঠকে অংশ নিচ্ছেন।
গত ১৯ মার্চ প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সে সময় দাবি আদায়ের জন্য আন্দোলন প্রশাসনকে সাত দিন সময় দিয়ে স্থগিত করা হয়। সড়ক নিরাপত্তার সেসব বিষয়ে অগ্রগতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয় আজ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: