স্বদেশবার্তা ডেস্কঃ বিজয়
দিবসের সকালে গ্রেফতার হওয়া ইসলামী ছাত্রশিবিরের
২১ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার
(৩১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এই আদেশ দিয়েছেন।
নগর পুলিশের
অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতয়ালী
থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড
চেয়েছিলেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৬
ডিসেম্বর সকালে নগরীর লালদিঘী মাঠ এলাকায় বিজয় মিছিল করার জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীরা
জড়ো হয়েছিলেন। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ২১ জনকে আটক করে।
তাদের
বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়।
0 facebook: