চলতি
বছরে পরীক্ষা নিরীক্ষার পরই ২০১৮ সালে এই ফাইটার জেট তৈরি করার কাজ শুরু হবে। তিনি
আরও জানিয়েছেন, রাশিয়ার
সেনাবাহিনীর হাতে খুবই শিগগিরই এটি তুলে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে এবং পরিকল্পনা
মতোই কাজ চলছে।
২০১০
সালে প্রথম আকাশে ওড়ে রাশিয়ার ফিফথ্ জেনারেশনের টি-৫০ ফাইটার জেট। বর্তমানে ফার্স্ট
স্টেজের ইঞ্জিন ১১৭এস রাশিয়ান ফাইটারে রয়েছে। সেকেন্ড স্টেজের নতুন ইঞ্জিনের এখনও
নামকরণ করা হয়নি। রাশিয়ার টি-৫০ (পিএকে এফএ) ফাইটার জেটের সিরিয়াল ইনডেক্স এসইউ-৫৭
ডিজাইনের ওপর যে পরীক্ষামূলক কাজ চলছে তা ২০১৯ সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে মনে করা
হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: