23 December 2017

তালার কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু

মোঃ মামুন হোসেন, তালা, সাতক্ষীরাঃ তালা উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলূয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল রবিউল ইসলামের পিতা শেখ আব্দুল মাজেদ শুক্রবার সন্ধ্যা ৫ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। মরহুম আব্দুল মাজেদের জানাযা শনিবার সকাল ১০ টায় দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শেষে দাদপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

মৃত্যুকালে তিনি ৯ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুর সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করেন তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন। 

জানাযা পুর্বক আলোচনায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা আতিয়ার, সদস্য সচিব রফিকুল ইসলাম দাদু, উপজেলা কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, তালা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিএম সেলিম রেজা, খলিষখালীর মেহেদী হাসান, তাতীজীবি দলের সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সম্পাদক স.ম ইয়াসিন উল্লাহ, যুবদল নেতা মফিজুল ইসলাম, মধু, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, খলিষখালী ইউনিয়ন সভাপতি নুর আহম্মাদ, মাগুরার আমিনুল ইসলাম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 facebook: