04 January 2018

ঢাবির ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

স্বদেশবার্তা ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে ডিবি'র বৈঠকে এই সুপারিশ করা হয়।

সুপারিশকৃত ১৫ শিক্ষার্থীরা হলেন- নাভিদ আনজুম তনয়, মুহম্মদ মহিউদ্দিন রানা, আবদুল্লাহ আল মামুন, নাহিদ ইফতেখার, মুহম্মদ বায়জিদ, মুহম্মদ আজিজুল হাকিম, প্রসেনজিৎ দাস, ফারদিন আহমেদ সাব্বির, মুহম্মদ তানভীর আহমেদ মল্লিক, মুহম্মদ রিফাত হোসাইন, রাফসান করিম, আখিনুর রহমান অনিক, টি এম তানভীর হাসনাইন, মুন্সী, মুহম্মদ সুজাউর রহমান, নাজমুল হাসান নাইম। ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হন।

বৈঠক শেষে সুপারিশের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, সিন্ডিকেটের সভায় এই সুপারিশ কার্যকর করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শৃঙ্খলা পরিষদের সুপারিশই চূড়ান্ত। এটা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

তিনি আরো বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের এই ১৫ জনের জালিয়াতির বিষয়টি প্রমাণ হয়েছে।


শেয়ার করুন

0 facebook: