স্বদেশবার্তা ডেস্কঃ লালমনিরহাট
সদর উপজেলায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বই বিতরণের দায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে
সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ ডিসেম্বর
বুধবার বিকেলে ওই শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা আল-ইমরান খন্দকার।
এর
আগে গত ২ ডিসেম্বর মঙ্গলবার প্রধান শিক্ষক হোসেন আলীর বিরুদ্ধে বই বিতরনের শিক্ষার্থীদের
কাছ থেকে ৩০ টাকা করে গ্রহণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম। তদন্তে অভিযোগের প্রাথমিক
সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও।
আল-ইমরান
খন্দকার বলেন, ‘কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক হোসেন আলীর বিরুদ্ধে বিনা মূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের নিকট থেকে
টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত
আদেশ ওই শিক্ষকের নিকট পাঠানো হয়েছে।
মুহম্মদ হযরত আলী, লালমনিরহাটঃ
0 facebook: