07 January 2018

১০ দিনের মধ্যে বিদ্যুতের দাম না কমানো হলে আইনি প্রক্রিয়ায় যাবেঃ ক্যাব

স্বদেশবার্তা ডেস্কঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাতিল ও মূল্য কমানোর দাবি জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)আগামী ৮-১০দিনের মধ্যে বিদ্যুতের দাম না কমানো হলে আইনি প্রক্রিয়ায় যাবে বলেও ঘোষণা দেয় ক্যাবআজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়

এ সময় ক্যাবের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিকবিদ্যুতের গণশুনানিতে মূল্য কমানোর প্রস্তাব নাকচ করা হয়েছেফলে গণশুনানি অকার্যকর ও প্রহসনে পরিণত হয়েছে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাব সভাপতি গোলাম রহমানতিনি বলেন, আমরা গণশুনানিতে প্রমাণ করে দিয়েছি, বিদ্যুতের দাম বাড়ানো নয়, কমানো সম্ভব

দাম বাড়ানোর কারণে প্রমাণ হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিরপেক্ষ নয় ভুলনীতি ও দুর্নীতির কারণে এ অযৌক্তিক ব্যয়বৃদ্ধির পুরোটাই বহন করেন ভোক্তাউৎপাদন ও বিতরণে কৃত্রিম ঘাটতি দেখিয়ে বিদ্যুতের এ মূল্যবৃদ্ধিতে সর্বস্তরের জনগণের আপত্তি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়


শেয়ার করুন

0 facebook: