07 January 2018

অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রীবাহী বাসের ৫ ব্যবসায়ী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন পাঁচ ব্যবসায়ী। পরে স্থানীয়রা বাসস্ট্যান্ড থেকে অচেতন অব্স্থায় তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শহিদুলের ছেলে রাজা বাবু (২৫), নাটোর জেলার সিংড়া উপজেলার শামীম হোসেন (৩২), গুরুদাসপুর উপজেলার সিদ্দিকুর রহমান (৫০), পাবনা সদর উপজেলার সোনাই (৪০) ও শাহাদত আলী (৪৫)।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় পাঁচ ব্যবসায়ীকে পুঠিয়া বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।


শেয়ার করুন

0 facebook: