11 January 2018

দুই সাংবাদিককে ডিআইজি মিজানের দেওয়া প্রাণনাশের হুমকির পরিপেক্ষিতে ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচার করায় যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনকে প্রাণনাশের হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)পাশাপাশি হুমকিদাতা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ থেকে সদ্য প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে

বুধবার এক যুগ্ম বিবৃতিতে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেননেতারা বলেছেন, ‘সংবাদ প্রকাশ-প্রচার করায় মঙ্গলবার রাতে পুলিশের ডিআইজি মিজানুর রহমানের দুজন পেশাদার সাংবাদিককে ফোনে গুলি করে হত্যার হুমকি শুধু অপেশাদার আচরণই নয়, রীতিমতো ক্ষমতার অপব্যবহার, ধৃষ্টতা এবং সীমা লংঘনের শামিলবিষয়টি প্রচলিত আইনে ফৌজদারি অপরাধএটি অত্যন্ত উদ্বেগের বিষয়পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন- এ ঘটনা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ
বিবৃতিতে দুই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিআইজি মিজানুর রহমানের লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তলটি পুলিশের হেফাজতে নেয়ার দাবি জানান

সম্প্রতি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে তুলে নিয়ে বিয়ে করা এবং ওই নারীর ওপর নির্মম নির্যাতনের বিষয়টি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ ও যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার করা হয়এতে ক্ষিপ্ত হয়ে ডিআইজি ওই দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন


শেয়ার করুন

0 facebook: