11 January 2018

৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এমপি মেহজাবিনের উপর


স্বদেশবার্তা ডেস্কঃ বেসিক ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ ও বেসিক ব্যাংকের সাবেক দুই এমডি সহ ছয়জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেনমামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক

একটি মামলার আসামি চট্টগ্রাম জাতীয় পার্টির মহিলা আসন-৪৫ এর এমপি ও আইজি নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মেহজাবিন মোরশেদ, আইজি নেভিগেশনের পরিচালক সৈয়দ মোজাফফার হোসেন এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম

তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেসিক ব্যাংকের সহায়ক জামানত না নিয়ে শাখার নেতিবাচক মতামত থাকা সত্ত্বেও ঋণ মঞ্জুর এবং ঋণ উত্তোলনপূর্বক মঞ্জুরি পত্রের শর্তভঙ্গ করে ব্যাংকের টাকা যথাসময়ে পরিশোধ না করে সুদে-আসলে ১৪১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন

অন্য মামলায় সংসদ সদস্য মেহজাবিন মোরশেদের স্বামী এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম ও বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সুদে-আসলে বেসিক ব্যাংকের ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা আত্মসাৎ করেন

দুটি মামলাই বেসিক ব্যাংকের সাবেক দুজন ব্যবস্থাপনা পরিচালক জড়িত


শেয়ার করুন

0 facebook: