শিবলু, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের
ছাত্রলীগের মহিউদ্দিন ও বিএসসি গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেন। আহতরা মহিউদ্দিন গ্রুপ বলে জানা যায়। আবির হোসেন এবং রাশেদুল ইসলাম নামে আহত শিক্ষার্থীরা
উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার চকবাজারের দেব পাহাড় এলাকায় এ
ঘটনা ঘটে।
কলেজ সূত্রে
জানাজায়, কলেজ ছাত্রলীগের টিনু গ্রুপের দশ বারজন কর্মী আহতদের
মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করেন। এতে বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। চকাবাজার থানার ওসি নুরুল হুঁদা স্বদেশবার্তাকে বলেন,
এটা কলেজের বাহিরের ঘটনা। মহিউদ্দিন ও বিএসসি গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেন
তারা। এতে দুজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: