14 January 2018

চট্রগ্রামে ছাত্রলীগের দু্ই গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাহত

শিবলু, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের ছাত্রলীগের মহিউদ্দিন ও বিএসসি গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেনআহতরা মহিউদ্দিন গ্রুপ বলে জানা যায়আবির হোসেন এবং রাশেদুল ইসলাম নামে আহত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রতাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেআজ রবিবার দুপুর ১২টার চকবাজারের দেব পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে

কলেজ সূত্রে জানাজায়, কলেজ ছাত্রলীগের টিনু গ্রুপের দশ বারজন কর্মী আহতদের মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করেনএতে বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারাচকাবাজার থানার ওসি নুরুল হুঁদা স্বদেশবার্তাকে বলেন, এটা কলেজের বাহিরের ঘটনামহিউদ্দিন ও বিএসসি গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেন তারাএতে দুজন আহত হয়েছেনতবে পরিস্থিতি এখন স্বাভাবিক


শেয়ার করুন

0 facebook: