14 January 2018

আমরা জামায়াতকে ছেড়ে দিলে সরকার আমাদের ছাড়াই নির্বাচন করে ফেলবেঃ খালেদা জিয়া

স্বদেশবার্তা ডেস্কঃ এখনই জামাতকে ছাড়তে চায় না বিএনপিদলের স্থায়ী কমিটির বৈঠকে এরকম অভিমত ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াআবার জামাতের নেতৃবৃন্দের সংগে কথা বলার জন্য বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশ দিয়েছেনবেগম জিয়া বলেছেন জামাত চলে গেলে সরকার আমাদের ছাড়াই নির্বাচন করে ফেলবে

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়বৈঠকে কৌশলগত কারণেতাবিথ আউয়ালের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নিবিএনপির মহাসচিব জামাতের সংগে তার আলোচনার বিষয় উপস্থাপন করে বলেন, জামাতের সাথে সমঝোতা না করে প্রার্থী দিলে, সেলিম উদ্দিন প্রার্থিতা নাও প্রত্যাহার করতে পারে

বৈঠকে উপস্থিত অন্তত দুজন স্থায়ী কমিটির সদস্য জামাত বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেনএদের একজন মন্তব্য করেন, জামাত খুব বাড়াবাড়ি করছেআমরাও দেখি একা নির্বাচন করে তারা কতদূর যায়বেগম জিয়া এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেনতিনি বলেন জামাতকে লাগবেজামাতের সাথে সমঝোতার জন্য বিএনপি মনোনয়ন নাটক মঞ্চস্থ করেছেআজ থেকে বিএনপি মনোনয়ন ফরম বিতড়ন শুরু করেছেকাল বিকেল ৪টার মধ্যে মনোনয়ন লাভে ইচ্ছুকরা আবেদন জমা দেবেন১৫ জানুয়ারি রাতে আবার স্থায়ী কমিটির বৈঠক হবেএর মধ্যেই বিএনপি জামাতের সাথে একটা সমঝোতা করতে চায়


শেয়ার করুন

0 facebook: