16 January 2018

ডিএনসিসির উপ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল চুড়ান্ত!

স্টাফ রিপোর্টারঃ সোমবার রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিয়েছে বিএনপি বলে দলীয় সিদ্ধান্তের কথা জানান। সোমবার রাত সোয়া ১১টার পর মনোনয়ন বোর্ডের সভাশেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

এ ব্যাপারে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পাঁচজন প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের সবাই যোগ্য। তবে আমরা মনে করি, এই নির্বাচনে জয়লাভ করার জন্য তাবিথই যোগ্য প্রার্থী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল সাংবাদিকদেরকে বলেন, তরুণদের বিজয় হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সোমবার তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফরম জমা দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। এবার তাকেই মনোনয়ন দেয়া হলো। তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটি নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।


শেয়ার করুন

0 facebook: