আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মুসলমানদের ফেলে যাওয়া প্রায় ১ লক্ষ কোটি টাকার 'শত্র সম্পত্তি'
নিলামে
তুলছে ভারত সরকার। পাকিস্তানে ভারতীয় নাগরিকদের ফেলে আসা সম্পত্তি 'শত্র
সম্পত্তি' হিসেবে নিলাম করার পর এবার ভারত সরকার ও সম্প্রতি 'এনিমি
প্রপার্টি অ্যাক্ট' সংশোধন করেছে। খবর জি নিউজ বাংলার।
নিলামে তোলার
জন্য ভারত সরকার ইতিমধ্যে ৯ হাজার ২৮০টি 'শত্র সম্পত্তি'
চিহ্নিত
করেছে। এর মধ্যে উত্তর প্রদেশে ৪ হাজার ৯৯১টি, পশ্চিমবঙ্গে ২ হাজার
৭৩৫টি ও দিল্লিতে রয়েছে ৪৮৭টি। এছাড়া মেঘালয়ে চীনা নাগরিকদের ফেলে যাওয়া সম্পত্তি
রয়েছে ১২৬টি। এসব সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ কোটি টাকা।
ভারত-পাকিস্তান
স্বাধীনতার পর ভারতের বহু মুসলমান পাকিস্তান, বর্তমান বাংলাদেশ
ও চীনে চলে যান। ফেলে যান তাদের বিপুল টাকার সম্পত্তি। সেসব সম্পত্তি ভারতের
বিভিন্ন নাগরিক ও সংস্থার দখলে রয়েছে। ওইসব সম্পত্তির অনেকটাই ইতিমধ্যে 'ভেস্ট'
(সরকার
নিজের হাতে নিয়ে নিয়েছে) হয়ে গিয়েছে। একইভাবে পাকিস্তানেও একই রকমভাবে এমন পদক্ষেপ
করা হয়েছে। সেসব সম্পত্তিকেই শত্রু সম্পত্তি বলে চিহ্নিত করা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: