স্বদেশবার্তা ডেস্কঃ কথিত
দুর্নীতিবিরোধী অভিযানের নামে সৌদি প্রিন্সদের যেসব সম্পদ আটক করেছেন যুবরাজ
মুহাম্মাদ বিন সালমান তারই অংশ হিসেবে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সম্পদ
জব্দ করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। খবর দি নিউ আরবের।
সৌদি সরকারের
ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে 'দি নিউ আরব' এক
প্রতিবেদনে জানিয়েছে, হারিরি এখনো যেসব সম্পদের মালিক তা আটক করার
পরিকল্পনা করছে রিয়াদ। সৌদি আরবে সাদ হারিরির 'সৌদি ওজের'
নাম
একটি বিশাল নির্মাণ কোম্পানি রয়েছে।
প্রতিবেদনে বলা
হয়েছে, যেসব কোম্পানির মালিকরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পুনর্গঠনের কাজ অব্যাহত
রয়েছে। এ অভিযান বিন লাদেন গ্রুপ দিয়ে শুরু হয়েছিল এবং এখন তা ওজের কোম্পানির দিকে
এগিয়ে যাচ্ছে। যদিও ওজের কোম্পানির এখন উল্লেখযোগ্য সম্পদ নেই।
সম্প্রতি
জর্দানের ব্যবসায়ী সাবিহ আল-মাসরিকে সৌদি সরকার আটক করেছিল; তার
সঙ্গেও হারিরি ও সৌদি ওজের কোম্পানির বিষয়টি জড়িত। মাসরি হচ্ছেন জর্দানের সবচেয়ে
প্রভাবশালী ব্যবসায়ী এবং তারও বিপুল বিনিয়োগ রয়েছে সৌদি আরবে।
সাদ হারিরির সৌদি
ও লেবাননের নাগরিকত্ব রয়েছে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে তার রাজনৈতিক ও
অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত ৪ নভেম্বর সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরবে গিয়ে
পদত্যাগের ঘোষণা দেন কিন্তু কিছুদিন পর দেশে ফিরে সে পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
ব্যাপকভাবে ধারণা করা হয়- সৌদি চাপের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: