20 January 2018

সারা মাসে সূর্যের দেখা ৬ মিনিট

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় এক মাস সূর্য ছাড়াই কাটিয়েছে রাশিয়ানরাবছরের শেষ মাস এমনিতেই রাশিয়ায় সবচেয়ে অন্ধকারসময় হিসেবে বিবেচনা করা হয়কারণ এ সময় রাশিয়ার আকাশে সূর্য থাকে না বললেই চলেকিন্তু গত বছরের ডিসেম্বর মাস রেকর্ড গড়েছেমেঘের দয়া হওয়ায় রাশিয়া পুরো ডিসেম্বরে সূর্যের আলো দেখেছে মাত্র ছয় মিনিটসাইক্লোনের প্রভাবে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছিল

এর আগে ২০০০ সালের ডিসেম্বরে ৩ ঘণ্টা সূর্যের আলো দেখেছিল রাশিয়াচলতি মৌসুমে রাশিয়ায় ঠাণ্ডাও পড়েছে ভয়াবহ মাত্রায়পূর্বাঞ্চলের ইয়াকুতিয়া শহর সবচেয়ে বেশি ঠাণ্ডার রেকর্ড করেছে

তাপমাত্রা ছিল মাইনাস ৬০ ডিগ্রিরও কমমস্কো থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পূর্ব দিকের এ অঞ্চলটিতে অবশ্য এমনিতেই ঠাণ্ডার প্রকোপ বেশি হয়গত সপ্তাহেও রাশিয়ার এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫০ ডিগ্রির মতোকিন্তু তারপরও এবারের তাপমাত্রাকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা

শীতের সময়ে সাধারণত এ অঞ্চলের অধিবাসীরা ঘর থেকে বের হন নাবন্ধ থাকে স্কুল-কলেজসাধারণত সতর্কতার অংশ হিসেবে এমন ঠাণ্ডায় মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়কারণ মদ্যপানজনিত কারণে শরীরের তাপমাত্রা আরও কমে যাওয়ার শঙ্কা থাকেশরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে গরম বা ঢিলেঢালা কাপড় পরেন তারাকর্তৃপক্ষের তরফ থেকে দেয়া হয় নানা সতর্কতাযেমন- বাতাস এড়িয়ে চলুন, বাচ্চাদের কিছুক্ষণ পরপর উষ্ণ স্থানে আনা

সূত্রঃ বিবিসি


শেয়ার করুন

0 facebook: