26 January 2018

নারী কেলেঙ্কারীতে জড়িত ডিআইজির বিষয়ে যুগান্তর প্রতিবেদকের সাক্ষ্য গ্রহন


স্টাফ রিপোর্টারঃ ডিআইজি মিজানুরের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে নেসারুল হক খোকন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাক্ষ্য দেন বলে জানা গেছে যুগান্তরের পক্ষ থেকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের নারী কেলেঙ্কারীর ঘটনায় গঠিত তদন্ত কমিটি যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকনের থেকে এই সাক্ষ্যগ্রহণ করেছেন।

এ সময় তিনি তদন্ত কমিটির কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে তদন্ত কাজে সহযোগিতা করেন। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ডিএমপির উপকমিশনার শাহবুদ্দিন কোরেশী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) মিয়া মাসুদ করিম।

এ কমিটি যুগান্তর সাংবাদিকের কাছে সহযোগিতা চান। এ প্রেক্ষিতে নেসারুল হক খোকন তথ্য দিয়ে তদন্ত কাজে সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি দৈনিক যুগান্তরের প্রথম পাতায় তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!একই দিনে পত্রিকাটির ১৯নং পাতায় বিয়ে যদি ভুয়া হয় তাহলে ডিআইজি মিজান আমার সঙ্গে চার মাস কেন সংসার করল’ ‘স্বামী স্ত্রীর পরিচয় গোপন রেখে রহস্যজনক দুই মামলাএবং ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে দাও ইউ ইউল বি ফেইসশিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় যা মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে যায় এবং স্বদেশবার্তা সহ সকল প্রথম শ্রেনির অনলাইন এবং দৈনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হলে সরকারের টনক নড়ে । এমনকি এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, দেশের আপামর জনগন ডিআইজি মিজানুরের বিচারের দাবি জানান একযোগে।

এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ডিআইজি মিজানকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।


শেয়ার করুন

0 facebook: