27 January 2018

১ টাকায় যাওয়া যাবে ১০ কিলোমিটার


স্বদেশবার্তা ডেস্কঃ ভারতের বাজারে এবার এমন একটি ই-বাইক এসেছেযে বাইকটি ১ টাকার বিদ্যুৎ খরচ করে চলতে পারবে ১০ কিলোমিটার পথ। তেল চালিত মোটরসাইকেলের পাশাপাশি সড়কে এখন দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক বাইকজ্বালানীর প্রয়োজন নেইতাই অনেকেই কিনছেন ই-বাইকব্যাটারি চালিত এসব বাইকের খরচ অনেক কম। 

সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই ই-বাইক তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান ওকিনাওয়াপ্রেইসমডেলের এই স্কুটারটি দেখতে বেশ আকর্ষণীয়

ভারতের বাজারে ই-বাইকটির দাম ৫৯ হাজার ৮৯৯ রুপিদেশটির বাজারে অনলাইনে ২,০০০ রুপিতে প্রি-বুক করা যাচ্ছে এই প্রেইসইতোমধ্যে বাইকটি প্রি-বুক দিতে শোরুমের সামনে রীতিমত লম্বা লাইন দেখা গেছে

নতুন এই ইলেক্ট্রিক বাইকে রয়েছে ২,৫০০ ওয়াটের ব্রাসলেস মোটরযা থেকে ৩.৫ অশ্বশক্তি মেলেমোটরটিকে শক্তি যোগানোর জন্য রয়েছে ৭২ ভোল্ট ৪৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি

স্কুটারটির সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাএটিই ভারতের দ্রুততম ইলেক্ট্রিক বাইকএকবার চার্জ দিলে ১৭০-২০০ কিলোমিটার চলতে পারে স্কুটারটিব্যাটারি চার্জ হয় খুব দ্রুত


শেয়ার করুন

0 facebook: