28 January 2018

আগুনে পুড়ে গেছে এমপি নাসিমা ফেরদৌসীর গাড়ি!


স্বদেশবার্তা ডেস্কঃ বেগম নাসিমা ফেরদৌসী জাতীয় সংসদের ৩১৩ (বরগুনা ও ঝালকাঠির) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে রাজধানীর কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগেকিছুক্ষণের মধ্যেই ফুলবাড়িয়া স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেগাড়িতে তার ছেলে মুহম্মদ মাহমুদুল হাসান তুমান ছিলেন বলে জানা গেছে

এমপি নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত সহকারী মুহম্মদ শাহজাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবালয় থেকে তুমান কাজ শেষে বাসায় ফিরছিলেনএসময় হঠাৎ করে গাড়ির সামনের দিকে ইঞ্জিনে আগুন ধরে যায়এসময় পথচারীদের চিৎকার শুনে তুমান গাড়িটি ব্রেক করে নেমে পড়েনগাড়িটির এক-তৃতীয়াংশ পুড়ে গেছে

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহম্মদ আহসান বলেন, যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছেতারপরও নাশকতা কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: