30 January 2018

প্রবল তুষারপাতে সৌদি আরব, পারবেকি জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে?


আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আবহাওয়ার আমূল পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। একবিংশ শতাব্দীতে পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার সবথেকে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করা। 
       
এ মাসের শুরুর দিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভুমি সাহারায় বরফ পড়তে দেখা গেছেএবার এমন অভূতপূর্ব ঘটনা ঘটেছে মরুভূমির দেশ সৌদি আরবেকিছুদিন আগেই দেশটিতে প্রবল বন্যার হয়এবার ঘটলো হাজার হাজার মাইল এলাকাজুড়ে প্রবল তুষারপাতের ঘটনা

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরসহ বেশ কিছু এলাকার শত শত মাইল বরফে পুরোপুরি ঢেকে যায়গাছপালা-বাড়িঘর-গাড়ি সবকিছু ঢাকা পড়ে যায় বরফের ঘন চাদরেতাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচেরাস্তাঘাট যানবাহন চলাচলের অনুপযোগী পড়ে শুধু সৌদি আরবেই নয়, জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও পড়েছেলেবানন, সিরিয়া ও ইরানের অনেক স্থানে চার ফুট বরফের স্তর পড়েছে সামাজিক গণমাধ্যমগুলোতে শেয়ার হওয়া এ সংক্রান্ত বিভিন্ন ছবিতে মরুভূমির প্রাণি উটের সারা গা বরফে ঢেকে যেতে দেখা যায়আবার কোনো ছবিতে মরুভূমির অনেক স্থান বরফে ছেয়ে থাকতে দেখা গেছে

স্থানীয় লোকজনের কাছে এটি অবিশাস্য ঘটনা হিসেবে দেখা দেয়এই দুর্ভোগের মধ্যেও বরফ দেখার এই সুযোগকে বিনোদনের উপলক্ষ করে নিয়েছে কেউ কেউ পশ্চিমাদের মতো অনেককে পাহাড় বরফ বেয়ে গড়িয়ে নেমে আনন্দ করতে দেখা যায়যেসব জায়গায় বরফ পড়েনি এমন অনেক দূর দূরান্ত লোক বরফ দেখতে ছুটে আসছে


শেয়ার করুন

0 facebook: