স্বদেশবার্তা ডেস্কঃ সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে হিন্দুদের দেবী সরস্বতীকে সেক্সি বলায় হিন্দুদের র্ধমীয় অনুভূতিতে আঘাত হয়েছে মর্মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি করেছেন আইনজীবী সুশান্ত কুমার বসু।
বিচারক কে এম সাইফুর রহমান মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ওয়ারী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন আনিস আলমগীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি লিখা প্রকাশ করেন, যাতে তিনি হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন যা হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার শামিল । এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লাগায় বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।
![]() |
ছবি বিভিন্ন হিন্দু প্রফাইল থেকে সংগৃহীত, ইনসেটে আনিস আলমগীর |
খবর বিভাগঃ
জাতীয়
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: