02 February 2018

মন্ত্রীদের প্রতি সংসদে অহেতুক সময়ক্ষেপণ না করার আহ্বান শেখ সেলিমের


স্বদেশবার্তা ডেস্কঃ সরকারি দলের জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিম সংসদের প্রশ্নোত্তর পর্বে অহেতুকবক্তব্য দিয়ে সময়ক্ষেপণ না করে শুধু প্রশ্নের জবাব দিতে মন্ত্রীদের প্রতি আহ্বান জনিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশ্নকারী সংসদ সদস্যদেরও সম্পূরক প্রশ্নের সময় বক্তব্য না দিয়ে শুধু প্রশ্নটি করার অনুরোধ করেন।

বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারেদাঁড়িয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দৃষ্টি আকর্ষণ করেন শেখ সেলিম।

শেখ সেলিম দাঁড়ানোর আগে প্রশ্নোত্তর পর্বের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অহেতুক বক্তব্য না দিয়ে প্রশ্নের উত্তর দিতে আহ্বান জানিয়েছিলেন ফজলে রাব্বী মিয়া। এরপর শেখ সেলিম বলেন, সংসদে প্রশ্নোত্তরের জন্য এক ঘণ্টা সময় নির্ধারিত। কিন্তু প্রশ্নকর্তা সম্পূরক প্রশ্নের সময় একটি বক্তব্য দেন। আর উত্তর দেয়ার সময় (মন্ত্রীর) আরেকটি বক্তব্য। যার ফলে আজকে চারটি প্রশ্ন রয়েছে। ১৫ মিনিট করে একটি প্রশ্ন চলেছে।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, এটা যদি হয়, তাহলে অন্যান্য সদস্য, যারা বহু কষ্ট করে প্রশ্ন করেন, তারা আশা করেন যে একটি প্রশ্ন করবেন, তারা বিরত হচ্ছেন। প্রশ্নকর্তাও বক্তব্য দেন, মন্ত্রীও বক্তব্য দেন। মন্ত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে এভাবে বক্তৃতা না দিয়ে উত্তরটা দেন।

ডেপুটি স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আজকে মাত্র চারটি প্রশ্নের উত্তর হয়েছে। এখানে ৮-১০টি প্রশ্নের উত্তর হতে পারত। এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

পরে শেখ সেলিমকে উদ্দেশ করে ফজলে রাব্বী বলেন, আপনি সম্ভবত প্রশ্নোত্তর পর্বে আজকে কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিলেন। আজ যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন, আমিও তা নিয়ে বক্তব্য রেখেছি। বলেছি, দয়া করে কেউ স্টেটমেন্ট দেবেন না। মাননীয় মন্ত্রী মহোদয়কেও অনুরোধ করেছি, আপনি সংক্ষেপে উত্তর দেবেন।

তিনি বলেন, এ বিষয়ে ‍দৃষ্টি আকর্ষণে আপনাকে ধন্যবাদ জানাই। মনে করি, আপনার এই বক্তব্যের পরে মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রীবর্গ সচেতন হবেন এবং সেই হিসেবে সময়ের সৎ ব্যবহার করবেন।


শেয়ার করুন

0 facebook: