আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার ইদলিবের আকাশে নিয়মিত টহলের সময় আসাদ সরকারবিরোধীদের ছোঁড়া গোলায় বিধ্স্ত হয় রুশ বিমান। সিরিয়ায় রুশ বিমানটি ভূপাতিত করার জেরে দফায় দফায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বিদ্রোহীকে হত্যা করেছে রাশিয়া। ।
এর কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটিতে বিমান হামলা জোরদার করে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাবহাত আল-নুসরা গোষ্ঠীর দখলে ছিল এলাকাটি। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ইদলিব প্রদেশে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাত্রের সাহায্যে রাশিয়ার এসইউ-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। জাবহাত আল-নুসরা জঙ্গি গোষ্ঠী এ হামলা চালায়। এরপর বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালায়।
বিবৃতিতে আরও বলা হয়, ৩০ জনের বেশি জাবহাত আল-নুসরাহ্ জঙ্গি নিহত হয়েছে। টহলরত সুখোয়-২৪ যুদ্ধবিমানটি লক্ষ্য করে ভূমি থেকে বিমান-বিধ্বংসী মিসাইল ছুঁড়েছিল গোষ্ঠীটি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই প্যারাস্যুটে করে বিমানচালক নিরাপদে নেমে এলেও পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: