05 February 2018

অবশেষে আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলের দাবি!


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি সংগঠন বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলসহ ১৬ দফা দাবিতে মানববন্ধন করেছেসোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা

সমাবেশে বক্তারা বলেনবাল্যবিয়ের বিরুদ্ধে এনজিওগুলোর অব্যাহত তথ্য সন্ত্রাসের শিকার হয়ে অনৈতিক বাল্যবিয়ে নিরোধ আইন প্রণয়ন করেছে সরকার।  অথচ দেশে ১৮ বছরের নিচে ছেলে-মেয়েদের বিয়ে বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মায়ের সংখ্যাএ নিয়ে মুসলিমবিদ্বেষী এনজিও বা সরকারের কোনও মাথাব্যথা নেইযুক্তরাষ্ট্রভিত্তিক গুতম্যাকার ইনস্টিটিউটের জরিপে বলা হয়েছে, ২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গর্ভপাত করা হয়েছে

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে বক্তারা বলেন, বছরে বাংলাদেশে প্রায় পাঁচ  লাখ ভ্রূণ শিশু হত্যা করা হয়এর বেশির ভাগ হচ্ছে ১৮ বছরের নিচে কুমারী মায়ের অবৈধ ফসল

বক্তাদের দাবি , বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টায় ১৪ জন শিশু মারা যায়সে হিসেবে বছরে মারা যায় ১ লাখ ২২ হাজার ৬৪০ জনতারা আরও বলেনইউনিসেফের দাবি অনুযায়ী, অল্প বয়সে বিয়ে করলে যদি ২৩ হাজার শিশু মারা যায়, তবে বাকি ৯৯ হাজার ৬৪০ জন শিশু কেন মারা যায়? সুতরাং বাল্যবিয়ের কারণে শিশু মৃত্যুর প্রচারণা মূলত দ্বীন ইসলামবিদ্বেষী এনজিওদের মিথ্যা প্রপাগান্ডা

বিশ্বের অন্যান্য দেশে ১৫ বছর বয়সে বিয়ের অনুমতি আছে দাবি করে তারা বলেন, নারীবাদী এবং এনজিওদের তীর্থস্থান ইউরোপ এবং আমেরিকার কয়েকটি দেশে আদালতের অনুমতিতে ১৫ বছর বয়সে মেয়েরা বিয়ে করতে পারেতাই আমাদের দাবি, বাল্যবিয়ে নিরোধ নামের কুফরি আইন বাতিল করতে হবেএর পাশাপাশি বাল্যবিয়ে বিরোধী ও ইসলামবিদ্বেষী এনজিওসহ জড়িতদের শনাক্ত করে এদের নিষিদ্ধ করতে হবে

আওয়ামী ওলামা লীগ এবং অন্যান্য সমমনা দলের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষানীতি ২০১০ বাতিল ও বিতর্কিত শিক্ষা আইন পাস না করা, প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, লাক্স- চ্যানেল আইর উদ্যোগে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার নামে দৈহিক ব্যবসা বন্ধ এবং ফরিদুর রেজা সাগর ও ইউনিলিভারের সিইওকে গ্রেফতার, হাতিরঝিলসহ দেশের বিভিন্ন মসজিদ ভাঙা বন্ধ, ঢাকা শহর বিকেন্দ্রীকরণ, অর্পিত সম্পত্তি আইন বাতিল এবং নারীদের বিবস্ত্র হওয়ার আহ্বান করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ


সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারিএছাড়া, ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখসহ  সমমনা দলের নেতারা উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: