05 February 2018

বাংলানিউজের বকরের পা ভেংগে গেলো! খালেদা জিয়ার গাড়ির চাপায়


সিলেট প্রতিনিধিঃ সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার গাড়ির চাপায় আহত হয়েছেন বাংলানিউজ২৪ এর স্টাফ ফটো করেসপন্ডেন্ট আবু বকরতার পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছেবকরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে যাওয়া খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউসে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটেপ্রায় একইসময়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং পুলিশের পিটুনিতে আহত হন ছাত্রদলেরও তিন নেতাকর্মী

প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, খালেদা জিয়ার গাড়িবহর সার্কিট হাউসে প্রবেশের সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন বকরএসময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়তখন খালেদা জিয়ারই গাড়ির বাঁ চাকা উঠে যায় বকরের ডান পায়ের ওপর দিয়েচালকের অসাবধানতায় এ দুর্ঘটনায় বকরের পায়ের চামড়া ছিলে যায়, ভেঙে যায় গোড়ালির হাড়ও

তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডেহাসপাতালের চিকিৎসকরাই বকরের পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন

বিএনপি প্রধানের গাড়িবহরের সামনে মোটরসাইকেলে থাকা দুই নেতাও পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরাএ দুজন হলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ ও সদস্য এনামুল ইসলাম ফখরুলএছাড়া, জটলা সরাতে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন সাকিব হাজারী নামে আরও একজন


শেয়ার করুন

0 facebook: