আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে বিপজ্জনক
বায়ুদূষণের কারণে রাজধানী তেহরানের সব স্কুল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয়
টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ
রাখা হয়েছিল। মঙ্গলবার এর পাশাপাশি উচ্চ
বিদ্যালয় ও কলেজসমূহও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে চারটি এলাকায় ক্ষতিকর বায়ুদূষণের পরিমাণ কম সেসব
এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
পৌর কর্তৃপক্ষ
বলছে, সোমবার তেহরানের বাতাসে ক্ষতিকর অণু প্রতি কিউবিক
মিটারে ছিল ১৭৩ মাইক্রোগ্রামস, যা পূর্বাঞ্চলে ২৩১ পর্যন্ত
দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,
২৪ ঘণ্টায় বাতাসে প্রতি কিউবিক মিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রামস
পর্যন্ত অণু থাকতে পারে।
এই ক্ষতিকর
অণুর পরিমাণ বেশি থাকলে মানবদেহের ও শ্বাসযন্ত্রের ক্ষতি হয়। ইরানের সংবাদমাধ্যম বিপজ্জনক বায়ুদূষণের জন্য পরিবহনের
নির্গত কালো ধোঁয়াকে বেশি দায়ী করছে। বায়ুদূষণের কারণে প্রতি বছর ইরানে ২০ হাজার মানুষ মারা যাচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: