06 March 2018

ধর্ষক শ্বশুরকে খুন করে গৃহবধূ থানায় আত্মসমর্পণ


আন্তর্জাতিক ডেস্কঃ ধর্ষক শ্বশুরকে খুন করলেন নির্যাতিতা গৃহবধূআর এই খুনের  ঘটনায় নির্যাতিতাকে সবরকম সাহায্য করলেন তার স্বামীশ্বশুরের মৃত্যুর পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই দম্পতিরোববার মৃতের বড় ছেলে থানায় লিখিত অভিযোগ করেনশুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলভিটের মাধোটান্ডা থানা এলাকার একটি গ্রামেখবর এবেলা

এবেলার খবরে বলা হয়েছে, পরপর দুই দিন পুত্রবধূকে ধর্ষণ করে ওই  শ্বশুরএরপরই বিষয়টি স্বামীকে জানায় ওই নির্যাতিতা গৃহবধূস্বামীকে সঙ্গে নিয়েই ধর্ষকের উপর চড়াও হন তিনিলাঠি দিয়ে অনবরত মারতে থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বশুরেরঘটনার  পরদিন সকালে  স্থানীয় মাধোটান্ডা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই দম্পতিস্বীকার করে নেন নিজেদের দোষ

জবানবন্দিতে নির্যাতিতা  গৃহবধূ জানান, পরপর দুদিন তাকে ধর্ষণ করা হয়েছেপ্রথমদিন  ঘটনার সময় তার স্বামী নিজেদের মাঠে কাজ করছিলেনঘরে একা পেয়ে তার উপরে শারীরিক নির্যাতন চালায় শ্বশুরএর পরের দিন  রাতে আবার ধর্ষিত হন তিনিরাতে ঘরে ঘুমিয়েছিলেন তিনিস্বামী বারান্দায় ঘুমচ্ছিলেনএই সময় ঘরে ঢুকে আবার তাকে ধর্ষণ করে শ্বশুরস্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যায় স্বামীরঘরে এসে নিজেই নারকীয় দৃশ্য দেখতে পানএরপর শ্বশুরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূখুন করতে  তাকে সহযোগিতা করেন  স্বামী

ঘটনার পর থানায় গিয়ে ওই দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বড় ছেলে


শেয়ার করুন

0 facebook: