স্বদেশবার্তা ডেস্কঃ নড়াইলের
লোহাগড়া বাজার ব্রিজ সড়কে আগুনে আটটি গার্মেন্টেস দোকান ও তিনটি খাবার হোটেল পুড়ে
গেছে। শুক্রবার দিবাগত রাত ৪টা ৫০ মিনিটে
এ আগুন লাগে বলে জানিয়েছেন লোহাগড়া ফায়ার সার্ভিসের লিডার মহিউদ্দিন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
লিডার
মহিউদ্দিন বলেন, হোটেলে বৈদ্যুতিক সটসার্কিট
থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ১১টি দোকান ক্ষতি হয়েছে। এসব দোকানের কোনো ইন্সুরেন্স না থাকায় সঠিকভাবে
ক্ষতির পরিমান নিরূপন করা যায়নি। দোকান প্রতি ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের
সাব-অফিসার মনিরুজ্জামান ও লোহাগড়া ফায়ার সার্ভিসের লিডার মহিউদ্দিনের যৌথ
নেতৃত্বে ১৩ জন ফায়ারকর্মী দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া বাজার ব্রিজ সড়কের
দোকানগুলো বেশির ভাগ টিনের টংঘর ছিল।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
0 facebook: