15 April 2018

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন


স্বদেশবার্তা ডেস্ক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনরোববার বেলা ১১টায় টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়মানববন্ধন শেষে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়

এসময় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন নোয়াখালী পেইজ এর আয়োজনে নবযাত্রা তরুণ সংঘ, বলাকা, এফপিজিএফ, বটবৃক্ষ, তিলোত্তমা, বন্ধুদের আড্ডাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে

মানববন্ধনে বক্তব্য রাখেন- নোয়াখালী পেইজ এর আহ্বায়ক মিথুন রহমান, যুগ্ম আহ্বায়ক মিজান রহমান, এফপিজিএফ এর সভাপতি রায়হান রাসু, নোয়াখালী পেইজ এর সমন্বয়ক তাহসান তুহিন, রিয়াদ ইবনে মুকেশ, রাফসান চৌধুরী, ফারহান ইউসুফসহ বিভিন্ন সংগঠনের নেতারা




শেয়ার করুন

0 facebook: