06 May 2018

পাকিস্তানে কয়লা খনি ধসে নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে কয়লা খনি ধসে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছেনশনিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার মারওয়ার এলাকার এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডন

এক কর্মকর্তার বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, খনির ধ্বংসস্তূপ থেকে ১৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের কোয়েটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

শেষ খবর পাওয়া পর্যন্ত খনির ধ্বংসস্তূপের নিচে এক শ্রমিক আটকা পড়ে ছিলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছিল

স্থানীয় কর্মকর্তা জাওয়ায়িদ শাহওয়ানি জানান, খনিতে জমে যাওয়া মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয় এবং ছাদ ধসে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে

ওই খনির শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা বলে জানিয়েছে ডন


বিবিসি লিখেছে, বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও খনিগুলোর নিরাপত্তা খুবই নিম্নমানের২০১১ সালে এ প্রদেশে আরেকটি খনিতে গ্যাস বিস্ফোরণে ৪০ জনের বেশি শ্রমিক নিহত হন


শেয়ার করুন

0 facebook: