21 May 2018

জাপা’র পরাজয়ের দায়ভার মেয়র প্রার্থীকে নিতে হবে


স্বদেশবার্তা ডেস্কঃখুলনা সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ন্যাক্কারজনক পরাজয়ের দায়ভার মেয়র প্রার্থী মুশফিকুর রহমানকে নিতে হবেতার বেপরোয়া জীবন-যাপন, নারী কেলেঙ্কারী ও হত্যা মামলায় ফাঁসির আদেশ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলেছেএই পরাজয়ের দায় দল বা নির্বাচনী কমিটি বহন করবে না

আজ সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহানগর জাপার নেতাকর্মীরাএতে লিখিত বক্তৃতা পাঠ করেন মহানগর কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল

তিনি বলেন, জাপা মেয়র প্রার্থী মুশফিক খুলনায় দলের কার্যক্রম-অবস্থান ও কেন্দ্রিয় নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ন মন্তব্য করেছেনযানেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেতাকে দলে নেওয়া হয়েছিল মূলত: মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্যকিন্তু তার কারনে মহানগর কমিটির সিনিয়র নেতারা পদত্যাগ করেছেনআর  নির্বাচনে পরাজয়ের পর এখন বিপর্যয়ের মুখে পড়েছে সংগঠন

উল্লেখ্য, ১৫ মে খুলনা সিটি নির্বাচনে ১ হাজার ৭২ ভোট পেয়ে জামানত হারায় জাপা মেয়র প্রার্থী মুশফিকএরপর কেন্দ্র থেকে তাকে বহিস্কার ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়


এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপর্যয় কাটাতে কেন্দ্র থেকে এরই মধ্যে খুলনায় দলের প্রবীন নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছেনতুন করে মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত করা হচ্ছেএসময় মহানগর কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: